খালেদা জিয়ার মুক্তি দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ বিকালে

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে পুলিশের কাছে আবেদন করেছি। উল্লিখিত দুটি স্থানের মধ্যে যেকোনো একটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নয়াপল্টনে অনুমতি দেয়ায় বিকালে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

দলের পক্ষ থেকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সাধারণ জনগণসহ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ