মো.মামুন:: অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে শুত্রবার বিকালে সীতাকুণ্ড উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত উত্তরজেলা আ’লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও কাউন্সিলদের ঐক্যমতের ভিত্তিতে আবদুল্লা আল বাঁকের ভূইয়াকে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, মীরসরাইয়ের সাংসদ মোশারফ হোসেন। উদ্বোধক ছিলেন উত্তরজেলা আ’লীগের সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুচ সালাম ও সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম। উল্লেখ্য,সীতাকুন্ড আ.লীগের সন্মেলনকে ঘিরে সভাপতি প্রার্থীর অনুসারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীর সমর্থনে স্লোগান দিয়ে সভাস্থলের শতাধিক চেয়ার ভাঙচুর করেন। এতে উভয়পক্ষের ১৫জন নেতাকর্মী আহত হয়েছে। তবে এ ঘটনার পর পুলিশ উভয় পক্ষকে ধাওয়া দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।