শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

পবিত্র সিয়াম সাধনার মাস শুরু

 

পবিত্র রমজান মাসের প্রথম রোজা আজ। রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে সেহ্‌রি খাওয়ার মাধ্যমে পবিত্র রমজান মাস পালনের প্রস্তুতি শুরু করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এর মাধ্যমে শুরু হলো তাদের প্রথম সিয়াম সাধনা।

এদিন ঘড়ির কাটায় ভোর রাত ৩টা বাজার আগেই মহল্লায় মহল্লায় ধর্মপ্রাণ মুসলিমদের সেহরির জন্য ডেকে তোলেন কাসিদারা প্রস্তুত। যদিও ডিজিটাল এই যুগে কাসিদার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এরপরও রাজধানীর কিছু কিছু জায়গায় তাদের এই পদচারণা স্মরণ করিয়ে দেয় আবার এসেছে রমজান।

সেহরির প্রথম দিন রাজধানীর হোটেল রেস্তোরাগুলোতে ছিল সাধারণ মানুষের ভিড়। কেউ প্রয়োজনের তাগিদে বাসার বাইরে সেহরি খেলেও অনেকে আবার শখ করেও বাইরে সেহরি করেন। শুক্রবার ভোর ৩টা ৪৬ মিনিট পর্যন্ত ছিল সাহরির শেষ সময়।

সর্বশেষ