প্রিয় সংবাদ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে রোববার ঢাকার থানায় থানায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনকালে পুলিশ কয়েক জায়গায় বাধা প্রদান করে। মিছিল থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
শাহবাগ থানা: শাহবাগ থানা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল মো. জাহিদ হোসেন নওয়াব এবং রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অমর একুশে হলের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় মো. রফিক নামে একজনকে গ্রেফতার করে।
কদমতলী থানা: ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি, কদমতলী থানার সভাপতি হাজী মীর হোসেন মীরুর নেতৃত্বে একটি মিছিল হয়। মিছিলটি জুরাইন রেল গেট থেকে দোলাইরপাড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতে কদমতলী থানার সাবেক সাধারণ সম্পাদক মো. জুম্মন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. বাদল রানা, মো. সেলিম রেজা, আলমগীর খান লিপু, তরিকুল ইসলাম পলাশ, আনোয়ার হোসেন স্বপন, মাহাবুব আলম, নাসির মাহমুদ, মো. মুজাহিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্যামপুর থানা: শ্যামপুর থানার বিএনপির সভাপতি আনম সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলিমুল আল বারী জুয়েলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধোলাপাড় বাসস্ট্যান্ড নতুন সড়ক প্রদক্ষিণ করে মীরহাজারীবাগ চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে ইমতিয়াজ আহমেদ টিপু, আ. মান্নান, সালাউদ্দিন রতন, শফিকুল, শামীম আহমেদ, নাসির মোল্লা, মো. রাশেদ খানসহ শ্যামপুর থানা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
যাত্রাবাড়ী থানা: ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ও যাত্রাবাড়ী থানার সভাপতি নবীউল্লাহ নবীর নেতৃত্বে একটি মিছিল শহীদ ফারুক রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের নিউ মার্কেট, কামরাঙ্গীর চর, ডেমরা, খিলগাঁও, রমনা, মতিঝিল, গেণ্ডারিয়া, বংশাল, লালবাগ, শাহজাহানপুর, মুগদা, কলাবাগান, ধানমণ্ডি, পল্টন, সবুজবাগ, ওয়ারী ও সূত্রাপুর থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপি বনানী থানা বিএনপির একটি মিছিল সিটি কর্পোরেশন মার্কেট থেকে শুরু হয়ে মহাখালী বাসস্ট্যান্ড এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক এজিএম শামসুল হক, বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বাড্ডা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল গুলশান-বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে সুবাস্তু টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাড্ডা থানা বিএনপির সভাপতি তাজুল ইসলাম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের বাবু।
ভাটারা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক এজিএম শামসুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ আতাউর রহমান চেয়ারম্যান, থানা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম কাজী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আজহারুল ইসলাম সেলিম, মোহাম্মদ আলী, হেলাল ঢালী, ফরিদ মৃধা, স্বপন টিটু, মাহমুদুর রহমান, আব্দুস সালাম, বাবুল শেখ, নাসির উদ্দিন পলাশ, লালন শাহসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মিরপুর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আবদুল ও সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলুর নেতৃত্ব দেন।
রামপুরা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল আবুল হোটেলের সামনে থেকে শুরু হয়ে রামপুরা বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক, থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া জহির, রবিউল ইসলাম রবি, মোরশেদ আলম বাবু, কামাল আহমেদ দুলু, নিলুফার ইয়াসমিন নিলু প্রমুখ।
মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলী কায়সার পিন্টুর নেতৃত্বে মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিক নেতা সিরাজ মুন্সি, জাহাঙ্গীর খাঁ, ইয়াছিন দেওয়ান, নূর আলম প্রমুখ।
এ ছাড়া তুরাগ, বিমানবন্দর, উত্তরা পূর্ব, মোহাম্মদপুর, আদাবর, দক্ষিণ খান, উত্তরা-পশ্চিম, শাহআলী থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।