spot_imgspot_img
spot_imgspot_img

আ’লীগ সরকার পাইকারি হারে চাকরিচ্যুত করছে: মির্জা ফখরুল

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক::  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগণকে দশ টাকা কেজি দরে চাল ও ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু চাকরি দেয়া তো দূরে থাক, বরং পাইকারি হারে চাকরিচ্যুত করা হচ্ছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠী নিজেদেরকে জনবান্ধব সরকার বলে দাবি করলেও তারা যে জনগণের সঙ্গে প্রতারণা করে, তা আবারও প্রমাণিত হলো পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি তোয়াক্কা না করার মধ্য দিয়ে।

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচিতে খুলনায় প্লাটিনাম জুবিলি জুটমিলের শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যুতে শোক জানান বিএনপি মহাসচিব।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, পাটকল শ্রমিকরা তাদের বকেয়া পাওনা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অথচ সরকার এ ব্যাপারে উদাসীন।

তিনি বলেন, অনশনরত শ্রমিকরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন হলেও সরকারের লোকেরা এখনও তাদের পাশে এসে দাঁড়ায়নি।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়- ইতিমধ্যে ন্যায্য দাবি আদায়ে আমরণ অনশনরত অবস্থায় খুলনায় প্লাটিনাম জুবিলি জুটমিলের শ্রমিক আবদুস সাত্তার মৃত্যুবরণ করেছেন।

‘বিরোধী দল ও মতের মানুষদের নিশ্চিহ্ন করে দীর্ঘকাল ক্ষমতা কুক্ষিগত রাখার চিন্তায় বিভোর থাকার কারণেই জনগণের ভালোমন্দ দেখার সময় সরকারের নেই।’‌‌

বিএনপি মহাসচিব আরও বলেন, পাটকল শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি বিএনপি পূর্ণ সমর্থন জানাচ্ছে। তাদের দাবি মেনে নিতে আমি জোর আহবান জানাচ্ছি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ