খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ছাত্রদলের অগ্রণী ভূমিকা চান গয়েশ্বর

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্র ক্ষমতা স্থায়ী করতে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে নিজ বাড়িতে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদল সমাবেশের আয়োজন করে।

এ সময় তিনি আরও বলেন, আমাদের অনুপ্রেরণার বাতিঘর খালেদা জিয়া। তাকে মুক্ত করতে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ চেতনাব্যবসায়ী ভণ্ড। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, মতপ্রকাশে বিশ্বাস করে না। মানুষের ভোটের অধিকার হরণ করে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে। গণতন্ত্রকে তারা নির্বাসনে পাঠিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট শাহিন রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুর রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেল আলী বাবু ও ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী দেলোয়ার হোসেন মাসুম।

সর্বশেষ