প্রিয় সংবাদ ডেস্ক:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে দু’দিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণের ঘটনার অন্যতম হোতা তারাবো উপজেলার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ। রোববার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক মো. মাছুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কারাদেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তারাবো পৌরসভার গন্ধর্বপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও রূপসী প্রধান বাড়ি এলাকার আবু কালামের ছেলে আবু সুফিয়ান সোহান, গন্ধর্বপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ, কর্নগোপ এলাকার আবদুল হামিদের ছেলে আফজালসহ ৬-৭ জোরপূর্বক তুলে নিয়ে ২ দিন আটক রেখে পালাক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শনিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানসহ তৌসিফ ও আফজালকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল ইসলাম।
এদিকে এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে রোববার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক মো. মাছুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে দল থেকে বহিস্কার করেন।