বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ পুরস্কারে মেসির রাজত্ব

 

- Advertisement -

ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে রেকর্ড পঞ্চমবার ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ পুরস্কার জয়ের গৌরব অর্জন করলেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ লীগগুলোর মৌসুম শেষ হয়েছে। চারবার সেরা গোলদাতার খেতাব জেতেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। যার প্রথমটি আসে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন মেসি। লা লীগায় ৩৬ ম্যাচে ৩৪ গোল করেন বার্সেলোনার প্রাণভোমরা।
এদিকে লা লীগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পাঁচবার ‘পিচিচি ট্রফি’ জিতে আলফ্রেডো ডি স্টেফানো, কুইনি ও হুগো সানচেজের পাশে নাম লেখান মেসি। ৬ বার এই কীর্তি গড়েন প্রয়াত অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেমো জারা। ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার দেয়া হয় পয়েন্টের ভিত্তিতে। শীর্ষ পাঁচ লীগে গোলপ্রতি ২ পয়েন্ট। অন্যগুলোতে ১.৫। আর তাই মেসির সমান ৩৪ গোল করেও তালিকায় ৯ নম্বরে বেনফিকার ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোনাস। গত মাসেও মেসিকে টপকানোর দৌড়ে ছিলেন লিভারপুলের হয়ে ইউরোপ মাতানো মোহাম্মদ সালাহ। কিন্তু মৌসুমের শেষদিকে এসে পিছিয়ে যান এই মিশরি ফরোয়ার্ড। গতকাল বার্সার শেষ ম্যাচ ও আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে বদলি হিসেবে নেমে গোল পাননি মেসি। তার আগের ম্যাচে থাকেন বিশ্রামে। মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহ ৩২ গোলে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সেরা তিনের টটেনহ্যামের হ্যারি কেইন করেন ৩০ গোল। ২৬ গোল নিয়ে আট নম্বরে রোনালদো। সমান ২৯ গোল করে ঘরোয়া লীগ মৌসুম শেষ করেছেন ল্যাজিওর সিরো ইমোবিল, ইন্টার মিলানের মাওরো ইকার্দি ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদস্কি। পিএসজির হয়ে ২৮ গোল করেন এডিনসন কাভানি। দশম স্থানে মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ (২৫ গোল)।

সর্বশেষ