- Advertisement -
সিরাজুল আলম টিপু :: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মির্জাপুল ডেকোরেশন গলি এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক টিম। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই বস্তিতে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে মো.কামাল নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এতে তিন শতাধিক ঘরের ওই বস্তিসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন।
আগুনে পুড়েছে তাদের সর্বস্ব।আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের সব ফায়ার স্টেশনের গাড়িকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কয়েকটি স্টেশনের ১০-১৫টি গাড়ি পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।