- Advertisement -
চট্টগ্রামে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে শুক্কুর আলী(৪৩) নিহত হয়েছে আরো এক মাদক ব্যবসায়ী। সোমবার (২১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর বায়োজিদ থানা ডেবারপাড় এলাকায় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মিডিয়া সেল।
নিহত মাদক ব্যবসায়ীর নাম শুক্কুর আলী(৪৩)। ভোর রাতে র্যাব-৭এর এএসপি (মিডিয়া) মিমতানুর রহমান এ খবর শ্চিত করেছেন।