প্রিয় সংবাদ ডেস্ক:: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গত দুই বছর ধরে আমরা আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে আসছি। আদালতে নানা যুক্তি ধরে আসছি। অথচ কোনোভাবেই তাকে মুক্তি দিতে চাচ্ছে না সরকার। এ জন্য আমাদের নেতাকর্মীরা এখন রাজপথে দুর্বার আন্দোলনের প্রত্যাশা করছেন। আন্দোলনই এখন খালেদা জিয়ার মুক্তির একমাত্র উপায়।
রোববার বাদআসর যশোর শহরের কারবালা কবরস্থানে দলের প্রয়াত জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সকালে তিনি নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে সরকারের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন।
মওদুদ আহমেদ আরও বলেন, একটি সাজানো, প্রহসনের মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয়েছে। একটি স্বাধীন দেশের কোনো আদালতে এই ধরনের মামলায় কারো সাজা হওয়ার কথা নয়। অথচ শুধু প্রতিহিংসার বশবর্তী হয়েই তাকে বিনা দোষে কারাবরণ করতে হচ্ছে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্তির বিকল্প কোনো সম্ভাবনা নেই।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য আবদুস সালাম আজাদ, আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান, অ্যাডভোকেট নুরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, বেনজির বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।