spot_imgspot_img
spot_imgspot_img

করোনাভাইরাস : চট্টগ্রামে জাহাজে আটকা ১৭ চীনা

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে চীন থেকে ভাঙার জন্য আনা এক জাহাজে তিন দিন ধরে আটকা পড়ে আছেন ১৭ চীনা নাবিক। তাদের তীরে নামতে দেয়নি উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্টরা জানান, জাপানের পতাকাবাহী ইউনি হারভেস্ট নামের কার্গো জাহাজটির ওজন প্রায় ৯ হাজার মেট্রিক টন। এটি ২০ জানুয়ারি চীনের উইফং বন্দর থেকে রওনা দেয় এবং গত শনিবার বিকালে একে কাটার জন্য সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ শিপইয়ার্ডে রাখা হয়। কিন্তু এতে থাকা চীনা নাবিকদের প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে নিচে নামতে দেয়া হয়নি।

তবে, জাহাজটির আমদানিকারক কর্তৃপক্ষ দাবি করেছে ১৭ চীনা নাবিকের শরীরে কোনো করোনাভাইরাসের অস্তিত্ব নেই।

আমদানিকারক লিয়াকত আলী বলেন, ‘চীন থেকে জাহাজটি কাটার জন্য আনার পর যথানিয়মে ইয়ার্ডে সৈকতায়ন করা হয়। পরে জাহাজ থেকে অন্যান্য দেশের নাবিকরা নেমে গেলেও ১৭ চীনা নাবিক এতে আটকা পড়েছেন।’

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, ‘জাহাজ সৈকতায়ন করার আগে নাবিকদের তথ্য দেয়ার নিয়ম থাকলেও শিপইয়ার্ড কর্তৃপক্ষ তা কাউকে অবহিত করেনি।’

লিয়াকত আলী জানান, বিমানের টিকিট নিশ্চিত হলে চীনা নাবিকদের জাহাজ থেকে নামিয়ে সরাসরি চীন পাঠিয়ে দেয়া হবে। সূত্র : ইউএনবি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ