spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়ার জামিন আদেশ দেখে করণীয় ঠিক করবে বিএনপি

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে উচ্চ আদালতের আদেশ দেখে পরবর্তীতে বৈঠক ডেকে কর্মপন্থা ঠিক করবে বিএনপি। শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের শুনানির দিন ধার্য রয়েছে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল ৪টা থেকে টানা ৪ ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিষয়বস্তু পর্যালোচনা করেন স্থায়ী কমিটির নেতারা।

নেতাদের ভাষ্য, আদালত স্বাধীনভাবে কাজ করতে পারলে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় তাকে জামিন দেবেন। যদি জামিন না দেন তাহলে ধরে নিতে হবে আদালত স্বাধীন নয়। এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে আদেশ দেখে আজ আবার বৈঠক বসবে।

তবে বৈঠকের পর গণমাধ্যমকে কোনো কথা বলেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে স্কাইপে

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ