কুর্মিটোলায় ফুটপাতে প্রাইভেটকার চাপায় আহত ১৫

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: রাজধানীর কুর্মিটোলায় ফুটপাতে উঠে যাওয়া প্রাইভেট কারের চাপায় ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে কুর্মিটোলা বাস স্টপেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন। তিনি বলেন, ‘ফুটপাতে বাসের জন্য অপেক্ষা করছিল যাত্রীরা। এ সময় একটি প্রাইভেট কার রাস্তার বাম দিকে ঢুকে যায়। একই সময় একটি বাসও স্টপেজে থামে। তখন প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ রাখ না পারলে গাড়িটি ফুটপাতে উঠে যায়, এসময় ফুটপাতে থাকা অন্তত ১৫ জন আহত হন।“

আহতদের মধ্যে নারীও রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা সুদীপ কুমার বলেন, পুলিশ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।

সর্বশেষ