প্রিয় সংবাদ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে জামিন দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। কারা হেফাজতে খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে হুশিয়ার করেছেন তিনি।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আইনের বরাত দিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, আইনে বলা আছে যদি কোনো আসামি নারী হন এবং তিনি যদি অসুস্থ ও বয়স্ক হন তাকে জামিন দিতে হবে। আদালত মানবিক কারণেও তাকে মুক্তি দিতে রাজি নন। তিনি গুরুতরভাবে অসুস্থ। কারাবন্দির দুই বছরে তার শরীরের আর কিছু বাকি নেই।
বৃহস্পতিবার উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির কথা তুলে ধরে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, আমি বৃহস্পতিবার আদালতকে স্মরণ করিয়ে দিলাম— যদি কোনো অঘটন ঘটে এর বিচার করবে কে, এর দায়িত্ব কে নেবে? সরকারকেই কিন্তু নিতে হবে এই দায়িত্ব।
দেশে রাজনীতি নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে কোনো রাজনীতি নেই। যে রাজনীতি আছে সেটা অপরাজনীতি। এই রাজনীতি হল একদলীয় রাজনীতি। আর এ কারণে এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হচ্ছে না। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগমান করতে ছাত্রদল-যুবদলকে আরও সংগঠিত করার আহ্বান জানান তিনি।
আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার মুক্তি যদি আইনি প্রক্রিয়ায় সম্পন্ন না হয়, আন্দোলন ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। এই আন্দোলন শুধু মুখে বললেই চলবে না, এটা করে দেখাতে হবে। একেবারে এমন কর্মসূচি দিতে হবে যে কর্মসূচি আমরা দৃঢ়ভাবে পালন করতে পারব।