যুবদল নেতা বেলালের ওপর হামলার নিন্দা মির্জা ফখরুলের

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: যুবদল সহ সভাপতি বেলাল হোসেন ভূঁইয়ার ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলাবর এক বিবৃতিতে তিনি বেলালের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট বেলাল হোসেন ভূঁইয়ার ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের পৈশাচিক হামলা ও তাকে গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হয় যে, সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে। এ কারণেই তারা দলীয় সন্ত্রাসী ও দুস্কৃতকারীদের ওপর ভর করেছে। আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে বলেই সন্ত্রাসীরা স্বাধীনভাবে অনাচারে লিপ্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর লাইসেন্স দেয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের। গণতন্ত্রকে ভুলুন্ঠিত করার মাধ্যমে জনগণের সকল আশা-আকাঙ্খাকে পদদলিত করে দেশকে একটি ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হয়েছে। শাসকগোষ্ঠীর সব অপকৌশল ও চক্রান্ত রুখে দিতে জনগণকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।

গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টায় রাজধানীর ফকিরাপুলে সশস্ত্র হামলার শিকার হন বেলাল।

সর্বশেষ