সীতাকুণ্ডে গুলিয়াখালী সী-বীচে ম্যাজিস্ট্রেটের অভিযান

 

- Advertisement -

মো.মামুন:: সীতাকুণ্ডে তাবু টাঙিয়ে অবৈধ কর্মকান্ড চলছে গুলিয়াখালী বীচে। প্রশাসনের অগোচরে কিছু স্থানীয় লোকজনের সহযোগীতায় অবৈধ কর্মকান্ড চলে আসছে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা।  দীর্ঘদিন ধরে বীচের ঝুপের ঝাড়ে যুবক-যুবতী ও কলেজ শিক্ষার্থীদের অবাধ বিচরন হয়ে উঠে আলোচিত। এ ধরনের অনৈতিক কর্মকান্ড চলতে থাকায় ক্ষোভের সৃষ্টি হওয়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার বিকাল ৫ টায় গুলিয়াখালী বীচে অভিযান পরিচলনা করে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের আটকের পর মুচলেকা নিয়ে ছাড়া হয়। এ সময় বীচে অবৈধ তাবু টাঙিয়ে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় এক ব্যাক্তিকে দেড় হাজার টাকা জরিমানা শেষে তাবুগুলোকে উদ্ধার করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।উল্লেখ্য দেশের জনপ্রিয় অনলাইন বিডি ক্রাইম নিউজ এ প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।কিছু দিন পূর্বে বাঁশবাড়িয়া সী-বীচ এ একই কায়দায় অপকর্মের প্রতিবেদন প্রকাশিত হলে সীতাকুণ্ড থানা পুলিশ তৎক্ষনাৎ ব্যবস্থা নেন।

সাধারণ জনগন খুবই খুশী। গুলিয়াখালী সীবীচ এ এধরণের অভিযান পরিচালনা করায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

সর্বশেষ