spot_imgspot_img
spot_imgspot_img

ফুসফুস ক্যান্সারের কোষ ধ্বংসে চা পাতা!

spot_img

 

- Advertisement -

একটি নতুন গবেষণায় দেখা গেছে, ফুসফুস ক্যান্সারের কোষগুলো চা পাতার ক্ষুদ্র কনার সাহায্যে ধ্বংস করা যেতে পারে। গবেষকরা এই ক্ষুদ্র কণার নাম দিয়েছেন ‘কোয়ান্টাম ডটস’ মানুষের একটি চুলের চেয়েও ৪০০ গুণ বেশি পাতলা। চায়ের পাতার উৎপাদিত এ কণা নিরাপদ ও বিষমুক্ত।

স্বাস্থ্যের সুরক্ষায় এই কণার সম্ভাব্য ব্যবহারের ওপর এখন ব্যাপকহারে গবেষণা করা হচ্ছে। চায়ের পাতার এই ন্যানোপার্টিকেলস বা ক্ষুদ্র কণা সংক্রান্ত গবেষণাটি করা হয়েছে যুক্তরাজ্যের সোয়ানসিয়া ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ফেলো সুধাগার পিচাইমুথুর নেতৃত্বে। গবেষণাটি অ্যাপলাইড ন্যানো ম্যাটেরিয়েলস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সূত্র: মেডিকেল নিউজ টুডে

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ