চট্টগ্রামে দেড় লাখ ইয়াবাসহ আটক ২

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক ::  চট্টগ্রামের সাংগু নদী হতে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম আনোয়ারা থানাধীন ০৩ নং রায়পুর ইউনিয়ন গহিরাসংলগ্ন সাংগু মোহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. জালাল উদ্দীন (২৫) এবং (২) মো. ফারুক (২৬)। তারা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম আনোয়ারা থানাধীন ০৩নং রায়পুর ইউনিয়ন গহিরাসংলগ্ন সাংগু মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি কাঠের নৌকায় তল্লাশির করে দুজন ইয়াবা ব্যবসায়ীসহ দেড় লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের জন্য বহন করছিলেন তারা। আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সর্বশেষ