কক্সবাজারে স্যুটিং-এর আড়ালে ইয়াবা-বাণিজ্য, ১০ জন আটক

 

- Advertisement -

কক্সবাজারে মিউজিক ভিডিও’র স্যুটিং করতে এসে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া একটি প্রোডাকশন হাউজের ১০ জনকে আটক করেছে র‍্যাব-৭।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক টিম কক্সবাজারের কলাতলি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে আসলাম সরকার (৪০), ড্রাইভার মাসুদ রানা (৩২) ও স্যুটিং টিমের ৮ আর্টিস্ট রয়েছেন। এসময় তাদের কাছ থেকে ১ লক্ষ ৮ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

র‌্যাব থেকে পাঠানো ক্ষুদেবার্তায় জানানো হয়, “সরকার প্রোডাকশন হাউস” ব্যানারে কক্সবাজারে মিউজিক ভিডিও স্যুটিং করতে এসে মূলত ইয়াবা-ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে গ্রেফতারকৃতরা। গ্রেফতার আসলাম সরকার রাজশাহীভিত্তিক একটি কুখ্যাত মাদকচক্রের প্রধান বলে র‌্যাব দাবি করছে।

সর্বশেষ