বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

তাসফিয়া ‘হত্যা’ মামলায় একজন গ্রেফতার !

 

- Advertisement -

চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন ‘হত্যা’ মামলায় এজাহারভুক্ত আরও একজনকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে।

বুধবার দুপুরে নগরের পাঁচলাইশ থানাধীন সানশাইন স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে মামলার চার নম্বর আসামি ওয়াজ বিন আসলাম ওরফে আসিফ মিজানকে (২৩) গ্রেফতার করা হয়েছে বলে একুশে পত্রিকাকে নিশ্চিত করেছে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র।

তবে আসামি গ্রেফতারের বিষয়টি ‘নলেজে নেই’ বলে জানিয়েছেন তাসফিয়া হত্যা মামলার তদারক কর্মকর্তা ও চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম।

এর আগে গত ২ মে সকালে নগরের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে পাথরের ওপর থেকে সানশাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নগরের মুরাদপুর থেকে পুলিশ তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করে।

আদনান মির্জা বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র। তাসফিয়া আমিনের মৃত্যুর ঘটনায় গত ৩ মে দুপুরে আদনান মির্জাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা মোহাম্মদ আমিন। পুলিশ এখনো এই মৃত্যুরহস্য উদঘাটন করতে পারেনি।একুশে পত্রিকা

সর্বশেষ