প্রিয় সংবাদ ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা ১৭ দিন ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া, দিনমজুর ও ভাসমান মানুষ। ৪র্থ দিনের মত তৈরী করা খাবার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।
শনিবার দুপুরে নগরির সিআরব, ষ্টেডিয়াম, লালখান বাজার মোড়, টাইগারপাস এলাকায় ৫’শ ভাসমান মানুষের মাঝে ৪র্থ দিনের মত খাদ্য বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয়। এই খাবার আইটেম ছিল বিরানী।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল পাশা, সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন, সংগঠনের সদস্য আকলিমা আক্তার মনি, সুজিত বিশ্বাস, মো জামাল, সাংবাদিক মো. আকতার হোসেনসহ মুসাফির’র সদস্যরা। আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির গত ১ এপ্রিল থেকে ৫ দিন ব্যাপী ভাসমান মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণের কাযক্রম শুরু করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মুহাম্মদ মহরম হোসাইন নাগরিক বার্তাকে বলেন, অঘোষিত লকডাউনে ঘরবন্দী কর্মহীন হতদরিদ্র ভাসমান মানুষজন। আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে।