করোনা প্রাদুর্ভাব ঠেকাতে তিন শতাধিক বাড়িতে নিম পাতার প্রতিরোধ

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ঠেকাতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ শতাধিক বাড়ি ও দোকান পাটে নিম পাতার প্রতিরোধ গড়ে তুলেছে স্থানীয়রা।

রোববার বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশন, চরবহরপুর, গোসাইপাড়া এলাকার প্রতিটি বাড়ীর ঘরের দরজা, খাটের সাথে ও মানুষের হাতে হাতে নিমের পাতা ও নিমের ডাল দেখা যায়।

এসময় এলাকার টিপু সুলতান, শান্তি সরকার বলেন, নিম ভাইরাস প্রতিরোধে কার্যকরী। এ কারণে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩শতাধিক বাড়িতে নিম পাতা ও নিমের ডাল প্রদাণ করা হয়েছে। এতে আমরাও আশা বাদী নিম পাতার কারণে ভাইরাসের প্রাদুর্ভাব দেখে অনেকটা মুক্তি পাওয়া যাবে।

নিম অর্গানিকের প্রডাক্টশন ম্যানেজার মো. আবু নাঈম বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে আমরা ফ্যাক্টারী বন্ধ রেখেছি। নিমের তৈরী প্রসাধনীর চাহিদা থাকলেও এখন দিতে পারছি না। পাড়া ও মহল্লার লোকজন এসে এখন নিমের পাতা নিয়ে যাচ্ছে। তবে নিম পাতা ভাইরাস প্রতিরোধে কাজ করবে বলে আশাবাদী।

ম্যানেজার ইসমাইল শেখ বলেন, আমরা এলাকার মানুষের কথা চিন্তা করেই ৩শতাধিক বাড়ি ও দোকানে নিমের পাতা ও ডাল সরবরাহ করা হয়েছে। এটি দেখার পর এখন বিভিন্ন অঞ্চল থেকে নিমের পাতা ও ডাল নিতে অনেকেই আসছেন।

সর্বশেষ