- Advertisement -
প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে নতুন করে আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নোয়াখালীর একজন রয়েছেন।
আজ মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মোট ১১৮ জন রোগীর নমুনা পরিক্ষা করে ১২ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ১১ জন চট্টগ্রামে একজন নোয়াখালীর বাসিন্দা।
চট্টগ্রামে ১১ জনের মধ্যে নগরীর সাগরিকার ৪ জন, সাতকানিয়ার ৫ জন, ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ১জন এবং পাঁচলাইশ আবাসিক এলাকার ১জন রয়েছেন। এনিয়ে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাসের আলামত মিলেছে।