spot_imgspot_img
spot_imgspot_img

৭৫ কেজি ওজনের বাঘাইর মাছ!

spot_img

 

- Advertisement -

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলের জালে ধরা পড়েছে। বুধবার ভোরে জেলার চিলামারীর জোরগাছ এলাকায় স্থানীয় এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পড়ে মাছ ব্যবসায়ী মন্টু মিয়া মাছটি কিনে নিয়ে উলিপুর প্রেসক্লাবে বিক্রি করতে আসলে সেখানে মাছটি দেখার জন্য উৎসুক জনতা জমায়েত হয়।

মন্টু মিয়া বলেন, মাছটি বিশাল আকারের হওয়ায় চিলমারীতে কোনো ক্রেতা ছিলো না। উলিপুরে বিক্রির জন্য নিয়ে আসলেও গোটা মাছ কেনার ক্রেতা না মেলায় কেটে কেজি হিসেবে বিক্রি করেছি।

উলিপুরের ব্যবসায়ী খালেক পারভেজ লালু বলেন, এরকম সাইজের বাঘাইড় মাছ সচরাচর মাঝিদের জালে ওঠে না। তাই বিরল এই মাছটি দেখে ১২০০ টাকা কেজি দরে ২ কেজি মাছ কিনেছি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ