প্রিয় সংবাদ ডেস্ক :: পুরো পৃথিবী আজ করোনা ভাইরাস বা Covid-19 এ স্তব্ধ হয়ে গেছে। প্রবাসে যারা অবস্থান করছেন এই ক্রান্তিলগ্নে তারাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনো উপার্জন। তাই পেটেও নেই খাবার। দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে না পারার কারনে অসহায় হয়ে পড়েছে পরিবার গুলো। তাই প্রবাসীদের পরিবার ও ঘরবন্দি, কর্মহীন মধ্যবিত্ত, দরিদ্র ও নিম্ন আয়ের পরিরারের পাশে দাড়িয়েছেন চট্টগ্রাম সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্যা। এসএমএসের মাধ্যমে প্রবাসীদের পরিবারের সমস্যার কথা জানতে পেরে সাথে সাথে প্রবাসীদের পরিবারের সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্যা। হাসানুজ্জামান মোল্লাহ বলেন, এই রেমিটেন্স যুদ্ধারাই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, এই মূহুর্তে তাদের পাশে দাড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে এই সময় প্রবাসীদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাড়াই। আজ সকালে সাতকানিয়া মির্জাখীল ছোটহাতিয়া আচারতলী এই উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান নুর আহমদ, সাংবাদিক নাসির উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কাদের, আলী মোহাম্মদ জিয়া, আব্দুল হামিদ, নুরুল আমিন, গিয়াস উদ্দিন প্রমুখ।