চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত আরো ১১ জন

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে আরো এগারোজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২২জন হলো। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ যার মধ্যে এগারোজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সাতকানিয়া -১
সীতাকুণ্ড -১
ফকিরহাট( ফৌজদারহাট) -১
চান্দগাও -১( মৃত)
সিএমসিএইচ( CMCH) মৃত -১
রাহাত্তারপুল, বাকলিয়া ( মৃত) -১
দামপাড়া -২
সাগরিকা -১
নাসিরাবাদ, পাঁচলাইশ -১
বহদ্দারহাট -১

সর্বশেষ