spot_imgspot_img
spot_imgspot_img

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ছাড়ালো

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: করোনাভাইরাস মহামারিতে সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৬৮ জনে।এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৪০১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৩ হাজার ৬৫৪ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৫৬ হাজার ৬২৯ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৭ হাজার ৩৫ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ। গত বছরে ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ৯২৩ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে, করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বুলেটিনে রোববার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বাংলাদেশে নতুন করে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ