spot_imgspot_img
spot_imgspot_img

না’গঞ্জে করোনায় ছেলের প্রাণহানির খবর শুনে হৃদরোগে বাবার মৃত্যু

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক ::  করোনার উপসর্গ নিয়ে রিমন সাউদ (২৪) নামে সিদ্ধিরগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। এ খবর শুনে তার বাবা হাজী ইয়ার হোসেন (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মর্মান্তিক ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের সরদারপাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনও রিপোর্ট পায়নি বলে জানিয়েছে তাদের পরিবার। রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, রোববার দিবাগত রাত ৩টার দিকে অসুস্থবোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদকে ঢাকার বিভিন্ন হাসপাতলে নিয়ে যাই।

কিন্তু করোনার উপসর্গ থাকায় কোনো হাসপাতালই ভর্তি নেয়নি। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্টঅ্যাটাক করেন তার বাবা হাজী ইয়ার হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকাল ৭টার দিকে তিনিও সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন। বাবা-ছেলের করুণ মৃত্যুতে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ