চট্টগ্রামে নতুন করে ৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) আরো ৬৫ জন আক্রান্ত হয়েছে। সোমবার রাতে প্রিয় সংবাদ ডটকমকে এ তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু, চমেক ও কক্সবাজারে ৩৯৫ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩ জনে।

চট্টগ্রাম সিভিল সার্জন জানান, সোমবার বিআইটিআইডিতে ২৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ৩৯ জনের। এর মধ্যে ৩১ জন চট্টগ্রামের, ৭ জন নোয়াখালী জেলার ও একজন ফেনীর। চট্টগ্রামে শনাক্ত ৩১ জনের মধ্যে ১৭ জন নগরের বাসিন্দা। ১৪ জন বিভিন্ন উপজেলার।

সর্বশেষ