প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে আইসোলেশনে থাকা ৫ রোগীর মৃত্যু হয়েছে। তারা জেনারেল হাসপাতাল ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে একজনের করোনা পজেটিভ হলেও বাকি ৪ জনের করোনা উপসর্গ ছিল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম এবং বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান রোববার (১৭ মে) রাতে এসব তথ্য জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ৩ রোগী মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে নজরুল ইসলাম এবং বজল আহমেদের করোনা উপসর্গ ছিল। হেরু প্রভা বড়ুয়া করোনা পজেটিভ ছিলেন।
বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জন গতকাল রাতে মৃত্যুবরণ করেছেন। তবে তাদের বিস্তারির তথ্য জানাতে পারেননি তিনি। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার