তিন ছেলেসহ করোনায় আক্রান্ত কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব তার পরিবারের চার সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) কাউন্সিলর বিপ্লবসহ তার পরিবারের সদস্যরা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর বুধবার (২৭ মে) চট্টগ্রাম নগরে করোনাভাইরাস পরীক্ষার প্রধান ল্যাব বিআইটিআইডি থেকে ওই পরিবারের পাঁচজন সদস্যের মধ্যে করোনার জীবাণু মেলার খবর নিশ্চিত করা হয়।

৪৮ বছর বয়সী হাসান মুরাদ বিপ্লবের পরিবারের ৬, ১০ ও ১৪ বছর বয়সী তিন শিশুর মধ্যে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। এছাড়া ওই পরিবারের ৩৮ বছর বয়সী এক সদস্যও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সূত্র:: চট্টগ্রাম প্রতিদিন

সর্বশেষ