spot_imgspot_img
spot_imgspot_img

ডা. জাফরুল্লাহ দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিলেন

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিয়েছেন।

শুক্রবার (২৯ মে) প্লাজমা থেরাপি নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এখন অনেক ভালো লাগছে। আজ একটা এক্স-রে করিয়েছি। শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না তবে আরও ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গত দুই দিন আগে প্রথমবারের মতো প্লাজমা নিয়েছি আজ দ্বিতীয়বারের মতো নিলাম। এখন অনেকটা সুস্থ বোধ করছি।

এসময় গণস্বাস্থ্য কেন্দ্র শিগগিরই একটা প্লাজমা সেন্টার গড়ে তুলে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চায় বলে জানান গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠাতা।

প্রসঙ্গত, ঈদের আগের দিন গণস্বাস্থ্যের তৈরি কিট দিয়ে টেস্টে তার করোনা পজিটিভ আসে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে তার টেস্ট স্যাম্পল পাঠানো হয়। সেখানের পরীক্ষার রেজাল্টেও তার করোনা পজিটিভ হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ