বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

দেশের বিভিন্ন স্থানে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ৮দিনে গ্রেফতার ৭ হাজার

 

- Advertisement -

মাদক নির্মূলে সারা দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পহেলা রমজান থেকে গত শুক্রবার পর্যন্ত ৭ হাজার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৫ কোটি ৪২ লাখ টাকা সমমূল্যের ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন, মাদকের বিরেুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে পুলিশের অভিযান চলছে। পহেলা রমজান থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৭ হাজার জনকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাড়ে ৫ হাজার মামলা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫ কোটি ৪২ লাখ টাকা সমমূল্যের ১৫ লাখ পিস ইয়াবা, ২ হাজার কেজি গাঁজা, দেশি মদ ৫২ হাজার লিটার, ১৭ কেজি হেরোইন, ১৩ হাজার ফেন্সিডিল, ১ হাজার ১শ’ ক্যান বিদেশি বিয়ার, আগ্নেয়াস্ত্র, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ