আবারও প্লাজমা থেরাপি নিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: আবারও প্লাজমা থেরাপি নিয়েছেন করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ নিয়ে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিলেন প্রবীণ এই চিকিৎসক।শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা।

চিকিৎসক বিগ্রেডিয়ার জেনারেল মামুন মুস্তাফির বরাত দিয়ে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা শুক্রবারের চেয়ে অনেকটা ভালো।

গত ২৫ মে করোনা পজিটিভ ধরা পড়ে জাফরুল্লাহ চৌধুরীর শরীরে। তিনদিন ধানমন্ডির নিজ বাসায় আইসোলেশনে থাকার পর তিনি ধানমন্ডির নগর হাসপাতালে ভর্তি হন।

করোনায় আক্রান্ত হওয়ার পরদিনই প্রথম প্লাজমা থেরাপি নেন জাফরুল্লাহ। এরপর গত ২৮ মে দ্বিতীয় দফায় প্লাজমা থেরাপি নেন তিনি।

৭৯ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী কিডনির জটিলতায় ভুগছেন বহুদিন ধরে। প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করতে হয়। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থারকিছুটা অবনতি হওয়ায় ডায়ালাইসিস করা যাচ্ছিল না। তবে গত শুক্রবার জাফরুল্লাহ চৌধুরীর ডায়ালাইসিস করা হয়েছে।

সর্বশেষ