বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

‘আ.লীগ আকাশ-পাতাল জয় করতে পারলেও জনগণের মন জয় করতে পারেনি’

 

- Advertisement -

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, আওয়ামী লীগ আকাশ জয় করেছে পাতাল জয় করেছে কিন্তু জনগণের মন জয় করতে পারেনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে জানে এবং বিশ্বাসও করে। এর প্রমাণ দেখুন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর একটি গাড়ির কাঁচ পর্যন্ত ভাঙেনি। সরকার দলীয় লোকজন এবং সরকার বার বার বলে বিএনপিকে নির্বাচনে কি দাওয়াত দিয়ে নিয়ে আসবো। তারা নির্বাচনে না আসলে নিবন্ধন হারাবে। বিএনপি দল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাসী একটি দল। কিন্তু সরকার চাইছেন ২০১৪ সালের মতো নির্বাচন করতে।

মাসুদ আহমেদ আরো বলেন, আওয়ামী লীগ পাড়ার দালালদের মতো ক্ষমতা দখল করে রেখেছে। আওয়ামী লীগ আকাশ , পাতাল জয় করলেও জনগণের মন জয় করতে পারেননি। খুলনার সিটি নির্বাচনে বুঝা গেছে নির্বাচন কমিশন কার ইঙ্গিতে চলে। বিএনপির অতীতের দোষগুলো তুলে ধরতে পারেন গুণগুলো তো তুলে ধরেন না। অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে রেখেছে। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে যা হয়েছিলো, ২৯ ডিসেম্বর নির্বাচন হয়েছিলো কিন্তু ২৮ ডিসেম্বর আরেকটি নির্বাচন হয়েছিলো। ঐ নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তারা আগের রাতে বাক্সের মধ্যে ভোট রেখে ২৯ তারিখের ভোটের সঙ্গে গণনা করে আওয়ামী লীগকে জয়ী করে দিয়েছিলো।

সর্বশেষ