spot_imgspot_img
spot_imgspot_img

নতুন আক্রান্তের সংখ্যায় বিশ্বে চতুর্থ বাংলাদেশ

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নতুন আক্রান্তের দিক থেকে এবার বিশ্ব তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা (৯ জুন, সন্ধ্যা সাড়ে সাতটা) পর্যন্ত পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ ৩,১৭১ জন নতুন রোগী পাওয়া গেছে বাংলাদেশে। তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া। সেখানে নতুন রোগীর সংখ্যা ৮,৫৯৫। আর ৪,৬৪৬ নতুন রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। ৩,২৮৮ নতুন রোগী শণাক্ত হয়েছে তৃতীয় স্থানে থাকা সৌদি আরবে। বাংলাদেশের পর ২,৯৯৯ নতুন রোগী নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মেক্সিকো।

করোনা বিধ্বস্ত যুক্তরাষ্ট্র-ব্রাজিলেও নতুন শণাক্তের সংখ্যা এক হাজারের কম। বাংলাদেশের চেয়ে নতুন রোগী কম পাওয়া গেছে প্রতিবেশী দেশ ভারত এবং ইরানেও। দুটি দেশেই নতুন রোগীর সংখ্যা দু হাজারের সামান্য বেশী। উল্লেখ্য, করোনা ভাইরাসের নতুন হটস্পট এখন মধ্যপ্রাচ্য এবং ‘দক্ষিণ এশিয়া।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ