রবিবার, ১০ নভেম্বর ২০২৪
spot_img

ওমানে সাইক্লোন মেকুনুর আঘাতে নিহত বেড়ে ১০, মোড় নিয়েছে সৌদির দিকে

 

ওমানের দক্ষিণাঞ্চলে মেকুনু সাইক্লোনের আঘাতে ১২ বছরের এক শিশুসহ নিহত হয়েছে ১০। এছাড়াও ইয়েমেনের সোকোত্রা দ্বীপে ৪০ জন নিখোঁজ রয়েছে। এদিকে শনিবার সাইক্লোন মেকুনু ওমানে আঘাত হানার পর সৌদি আরবের দিকে মোড় নিয়েছে রোববার রাতে। রোববার রাতে সৌদি আরবের সমুদ্র তীরবর্তী এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ। সেখানে প্রতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার গতিতে বৃষ্টিপাত হয়েছে। খবর: আরব নিউজ, আল আরাবিয়া

এর আগে ওমানে ঝড়ের সময় ওমানে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ১২ বছরের শিশুর মৃত্যু হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেখা গেছে, ধোফার এবং আল উসতা প্রদেশে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু যানবাহন বন্যার পানিতে ডুবে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সাইক্লোনের তীব্রতা বেশি থাকলেও এখন ঝড়ের গতি কমে গেছে। ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর পশ্চিমাঞ্চলীয় সালালাহ শহরে ঘূর্ণিঝড়ের আঘাতে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এর আগে ইয়েমেনের সোকোত্রা দ্বীপে সাইক্লোনের আঘাতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উপকূলীয় দোফার এবং আল উসতা প্রদেশে থেকে কয়েক হাজার বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

সর্বশেষ