প্রিয় সংবাদ ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে খাবারের খোঁজে লোকালয়ে আসার সময় একটি বন্য হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার (১২ জুন) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর খন্ডাখাঁড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বন্য হাতি খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে লোকালয়ের দিকে যাচ্ছিল। পথে খন্ডাখাঁড়া গ্রামে বিদ্যুৎ লাইনের তারে তার শুঁড় আটকে যায়। বিদ্যুৎস্পৃষ্টে হাতিটির মৃত্যু হয়।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী রাইজিংবিডিকে বলেন, ‘উখিয়া-টেকনাফে বিপুল পরিমাণ রোহিঙ্গা শরণার্থীর বসবাসের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড়ের সবুজ অরণ্য। নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। এ কারণে পাহাড়ে জীবজন্তুর খাদ্য সংকট দেখা দিয়েছে। খাদ্যের সন্ধানে পাহাড় থেকে আসা হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ময়নাতদন্ত শেষে হাতির দাঁতগুলো সংরক্ষণের জন্য নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’