- Advertisement -
প্রিয় সংবাদ ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৮২ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর আগে এক দিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যুর রেকর্ড ছিল।
এ পর্যন্ত দেশে মোট ১ হাজার ৮৪৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।
গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ এবং প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।।