ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৩৮ হাজার

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: করোনার বিস্ফোরণে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে প্রায় ৩৮ হাজার জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৯২৩ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৯১ জন।

আর্ন্তজাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ৩৭৬ জন। এ পর্যন্ত মারা গেছে ৬৪ হাজার ৩৬৫ জন। এ পর্যন্ত ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জনের করোনামুক্তি মিলেছে। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৫ লাখ ৩৫ হাজার ৩৯৬ জন। এদের মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

কোভিড-১৯ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে সেখানে। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন অনেক করোনা রোগী।

জুন মাসের শেষ এক সপ্তাহে দেশটিতে সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৭ হাজার ২৮৫ জন।

তথ্যসূত্র: আল-জাজিরা

সর্বশেষ