ভারত থেকে প্রথম কন্টেইনারবাহী ট্রেন এল বাংলাদেশে

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: বাংলাদেশ-ভারতের মধ্যে মাত্রিবাহী ট্রেন চলাচল বহুবছর আগে থেকেই রয়েছে। এবার ভারত থেকে বাংলাদেশের বেনাপোল দিয়ে প্রথম কন্টেইনারবাহী ট্রেন চলাচল শুরু করেছে। রোববার দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশন হয়ে ২৫টি ফ্ল্যাট ওয়াগনে ২০ ফুটের ৫০টি কন্টেইনার বাংলাদেশে প্রবেশ করেছে।

রোববার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, দু’দেশের মধ্যে করোনার এ সময়েও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কন্টেইনার ট্রেন চলছে। ভারত থেকে আসা প্রথম কন্টেইনারবাহী ট্রেনে জিলেট সেভিং ফোম, হেয়ার শ্যাম্পু, সেভিং ব্লেড, কটন ফেব্রিকস পণ্য এসেছে। ভারত থেকে এর আগে বাংলাদেশে কখনো কন্টেইনারবাহী ট্রেন আসেনি। এর আগে ২০১৮ সালে একবার এই ট্রেনের পরীক্ষামূলক ট্রায়াল হয়েছিল।

সফিকুর রহমান বলেন, এ কন্টেইনার ট্রেন চলাচলের মধ্যদিয়ে উভয় দেশ লাভবান হবে। ব্যবসায়ীরা খুবই স্বল্প মূল্যে মালামাল আনতে পারবে। রেলপথে পণ্য আনা-নেয়া সবচেয়ে নিরাপদ।

সর্বশেষ