চট্টগ্রামে বিদেশী মদ সহ গ্রেফতার-২

 

- Advertisement -

জাহাঙ্গীর আলম সেজান ::  চটগ্রাম মহানগরী থেকে বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। গ্রেফতারকৃতরা হলো, মো. জিল্লুর রহমান(৩৩) ও মো.শফিক(২৮)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশী এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ