সিএমপিকে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর

মো.মামুন :: করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় নাভানা গ্রুপ এর পক্ষ থেকে ১টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করা হয় । গতকাল সোমবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো. মাহাবুবর রহমান এর নিকট ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করেন নাভানা গ্রুপ এর সিনিয়র ম্যানেজার নাসিমুল গনি ও নাভানা গ্রæপ এর সিনিয়র এক্সিকিউটিভ আফনান বিন আনোয়ার। এ সময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ