চট্টগ্রাম পলোগ্রাউন্ডে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ইসহাক নিহত

 

- Advertisement -

র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড এলাকায় আরো এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ির নাম মো. ইসহাক (৩৭)। র‌্যাব ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, গুলি কাতুর্জসহ একটি ওয়ান শ্যূটারগান অস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পলোগ্রাউন্ড এলাকায় এ বন্দুক যুদ্ধে ঘটনা ঘটেছে বলে জানায়, র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান।

তিনি জানান, রাত ১২টার দিকে মাদকের বিরুদ্ধে অভিযানে গেলে টাইগারপাস পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুস্কৃতকারীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ পাওয়া যায়। ডবলমুরিং থানা পুলিশ তাকে মাদক ব্যবসায়ী ইসহাক বলে চিন্থিত করেছে। পুলিশ বলেছে তার বিরুদ্ধে ৯টি মাদকের মামলা, কয়েকটি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

নিহত মো. ইসহাক নগরীর কোতোয়ালী থানাধীন ৩৮ নং লাভলেইন ন্যাশনাল প্রাইমারী স্কুল সংলগ্ন মোহাম্মদ আলীর ছেলে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ