- Advertisement -
প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার সড়ক দূর্ঘটনায় মো. মোস্তাফিজুর রহমান (৪০) এক ট্রাক চালক নিহত হয়েছে। আজ শনিবার (১৫ অগাস্ট) ভোর রাতে একটি ট্রাক অন্য একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বাকালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আজ শনিবার ভোরে কালামিয়া বাজার সংলগ্ন সড়ক দূর্ঘটনায় মো. মোস্তাফিজুর রহমান (৪০) এক ট্রাক চালক নিহত হয়েছে বলে নিশ্চিত করেন। দূর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে।
নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, গুরতর আহতবস্থায় ট্রাক চালক মোস্তাফিজকে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।