প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছ থেকে ক্ষমা পেয়ে কারামুক্ত হয়েছেন রাজধানীর শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ। ইতোমধ্যে তিনি সরকারের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ চলে গেছেন। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন, জোসেফের যাবজ্জীবন কারাদ- হয়েছিল। তিনি অলরেডি ২০ বছর কারাভোগ করেছেন। ২০ বছর কারাভোগের পরই তিনি ডিউ প্রসেসে, যেভাবে প্রসেস হয় সেভাবে আবেদন করেছেন।
আবেদনের প্রেক্ষিতে প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পান তিনি। কারামুক্তির আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকেই জোসেফ মুক্তি পেয়ে বিদেশ যান। ১৯৯৯ সালের একটি হত্যাকাণ্ডে জোসেফের মৃত্যুদণ্ড হয়েছিল, হাইকোর্টও এ রায় বহাল রাখেন। পরবর্তীতে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দেয়।