প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রাম থেকে বদলী করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ৭ কর্মকর্তাকে।
আজ সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-সচিব (জননিরাপত্তা শাখা) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জানানো হয়।
এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মাহবুবুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহা পরির্দশক পদে এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদাতে উপ-পুলিশ মহা পরির্দশক পদে বদলী করা হয়েছে।
একই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।