বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

কোটা সংস্কারে ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

সোমবার,৯ এপ্রিল,২০১৮

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক : চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করতে রাত পৌনে একটার দিকে চারুকলা চত্বরে যান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এ সময় তিনি বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে।

বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন। খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে।

তবে এ সময় আন্দোলনকারীরা তা মানতে অপারগতা জানায়। ঠিক তখনই পুলিশ সেখানে টিয়ারসেল নিক্ষেপ করে। তখন জাকিরসহ আন্দোলনকারী ও ছাত্রলীগের সবাই ছত্রভঙ্গ হয়ে য়ায়। পরে জাকির হোসাইন চারুকলায় আশ্রয় নেন।

সর্বশেষ