ফেনীতে ৩৭ লাখ টাকা মূল্যের সাড়ে সাত হাজার পিছ ইয়াবা ট্যবলেটসহ মো. হুমায়ুন কবির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাতে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম রামপুর এলাকায় গাড়ি তল্লাশিকালে তাকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম রামপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস তল্লাশিকালে বাসের একজন যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলার রামগতি উপজেলার সুজন গ্রামের মোস্তাসিনের ছেলে মো. হুমায়ুন কবির। পরে তার দেহ তল্লাশি করে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল সেট, তিনটি সীম কার্ড এবং নগদ ৩৫ টাকা জব্দ করে র্যাব। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামালসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চালচ্ছে।